৫০০ মোবাইল এ্যাপস এর উদ্বোধন
Dated : 26 July, 2015ঢাকা:(২৬ জুলাই): মোবাইল আমাদের পথচলার নিত্য সঙ্গী। জীবন বাঁচাতে আর জীবন সাজাতে মোবাইলের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই অর্থনৈতিক সমৃদ্ধি ও জীবনের স্বাচ্ছন্দ্য আনতে মোবাইল অ্যাপসকে হাতিয়ারে পরিণত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি তথ্য, সেবা ও সৃজনশীল ধারণার উপর উন্নয়নকৃত ৫০০ মোবাইল অ্যাপস উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে সহজে সুলভে নাগরিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচন হল।